বগুড়া: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেই উপমন্ত্রী চলে গেলেন নির্ধারিত কামরায়। পাল্টে ফেলেন নিজের পোশাক।
তবে অন্য খেলোয়াড়কে দিয়ে গোল করিয়েছেন। দ্বিতীয়ার্ধের পুরো ৪৫মিনিট খেলোয়াড়দের সঙ্গ দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এসময় গ্যালারিতে দর্শকরাও মন্ত্রীর খেলা উপভোগ করেন।
শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জুনিয়র একাদশের আয়োজনে চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে রাজশাহী জেলা ফুটবল দল।
বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে খেলা শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ। প্রথমার্ধের খেলায় ১-০গোলে এগিয়ে থাকে সিরাজগঞ্জ জেলা ফুটবল দল।
পরে বিরতির সময় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
উদ্বোধনের পরেই খেলার সিদ্ধান্ত নেন উপমন্ত্রী। প্রথমার্ধে ১-০গোলে পিছিয়ে থাকা রাজশাহী জেলা ফুটবল দলের পক্ষে ১০নং জার্সি পড়ে মাঠে নামেন তিনি। শুরু করেন নিজের ক্রীড়া নৈপূর্ণ্য প্রদর্শন। এসময় দর্শকদের ব্যাপক করতালিতে জমে ওঠে খেলা।
গোল দিতে বলের পিছু নিয়ে মাঠের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেন বাংলাদেশ ফুটকবল দলের সাবেক এই অধিনায়ক। একপর্যায়ে সহযোগী খেলোয়াড়কে গোলের নিশ্চিত সুযোগ সৃষ্টি করে দেন তিনি। আর সেই সুযোগ পেয়েই গোল করেন রাজশাহী দলের খেলোয়াড়।
শেষে প্রথমার্ধের ফলাফল পাল্টে যায়। খেলায় ২-১গোলে জয় পায় রাজশাহী জেলা ফুটবল দল।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান জামিল।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদার রহমান মিলন, ডিএফএ-এর সভাপতি খাজা আবু হায়াত হিরু, জেলা আওয়ামী লীগের যুগ্ম মঞ্জুরুল আলম মোহন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আহ্বায়ক শুভাশীষ পোদ্দার লিটন বাংলানিউজকে জানান, এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এমবিএইচ/এএটি/এমএ