ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্নকে কাঁপিয়ে দিল বেনফিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
বায়ার্নকে কাঁপিয়ে দিল বেনফিকা ছবি: সংগৃহীত

ঢাকা: কষ্টার্জিত জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চোখ রাখছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

ন্যূনতম ব্যবধানের ফলাফলই বলে দেয়, জয় পেতে কতটা ঘাম ঝড়াতে হয়েছে জার্মান জায়ান্টদের।

শেষ আটের প্রথম লেগের ম্যাচটিতে ফেভারিট তকমা নিয়েই মাঠে নামে বায়ার্ন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলা শুরুর দুই মিনিটেই আর্তুরো ভিদালের গোলে লিড নেয় স্বাগতিকরা। কিন্তু, এরপর নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে আর জালের দেখা পাননি মুলার-লেভানডফস্কিরা।

বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে পেপ গার্দিওলার শিষ্যরা এগিয়ে থাকলেও কাউন্টার অ্যাটকে বেনফিকাও কম যায়নি। তবে তাদের সমতায় ফেরা হয়নি। ম্যাচ শেষে ভিজিটরদের হতাশার বিপরীতে কষ্টার্জিত জয়ের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

বেনফিকার মাঠে আগামী ১৩ এপ্রিল (বুধবার) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। দু’দলের বাঁচা-মরার লড়াইয়ের হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।