ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

সেমির লক্ষ্যে উলফসবুর্গের মুখোমুখি রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
সেমির লক্ষ্যে উলফসবুর্গের মুখোমুখি রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: এল ক্লাসিকো জয়ের পর এবার চ্যাম্পিয়নস লিগ মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব উলফসবুর্গের মুখোমুখি হবে গ্যালাকটিকোরা।

শক্তির বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহর চোখেই দেখছেন জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার (৬ এপ্রিল) উলফসবার্গের ভল্কসওয়াগেন অ্যারেনায় বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে।

প্রতিযোগিতামূলক ম্যাচে এবারই প্রথম রিয়াল-উলফসবুর্গ ম্যাচ উপভোগ করবে ফুটবল বিশ্ব। এর আগে কখনোই জার্মান ক্লাবটির মুখোমুখি হয়নি স্প্যানিশ জায়ান্টরা। পায়ের ইনজুরিতে ভোগায় এ ম্যাচে সেন্টার ব্যাক রাফায়েল ভা‍রানকে পাচ্ছে না রিয়াল। এর বাইরে জিদানের মাথায় আরো কোনো ইনজুরি উদ্বেগ নেই।

উলফসবুর্গ ম্যাচের আগে সতীর্থদের সতর্কই করে দিয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো, ‘যেকোনো দলের মুখোমুখি হওয়াটা রিয়ালের জন্য সহজ হবে না। আমাদের অবশ্যই উলফসবুর্গকে সম্মান দিতে হবে কারণ, তাদের দলে কয়েকজন শীর্ষ মানের খেলোয়াড় রয়েছে। ’

নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে সবকটিতেই জয় পাওয়া রিয়াল পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। অন্যদিকে, দু’টি জয়ের বিপরীতে দু’টি হার ও এক ম্যাচ ড্র করে উলফসবুর্গ। এর মধ্যে সবশেষ ম্যাচে তারা বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হার মানে।

তবে নিজেদের মাঠে খেলা হওয়ার সুবাদে রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত উলফসবুর্গ। গ্যালাকটিকোদের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারেন আন্দ্রে শুরলে-জুলিয়ান ড্রাক্সলাররা।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।