ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বায়ার্নেই ভালো আছেন ভিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
বায়ার্নেই ভালো আছেন ভিদাল ছবি: সংগৃহীত

ঢাকা: জুভেন্টাস ঘুরে বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলছেন আরতুরো ভিদাল। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে পারর্ফমও করছেন দুর্দান্ত।

তবে গুঞ্জন চলছে ইংলিশ জায়ান্ট চেলসিতে যোগ দিতে পারেন চিলির এই স্ট্রাইকার। কিন্তু, বাভারিয়ানদের হয়ে ভালো আছেন বলে জানালেন তিনি নিজেই।

চেলসির কোচ হয়ে আগামী মৌসুমে দেখা যাবে অ্যান্তোনিও কোন্তেকে। শোনা যাচ্ছে ইতালিয়ান কোচ ভিদালকে দলে টানতে পারেন। কারণটাও পরিস্কার। কোন্তে জুভিদের কোচ থাকাকালে শিষ্য হিসেবে ভিদালকে পেয়েছিলেন। এ দুই জুটি ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে টানা তিনটি সিরিআ শিরোপাও জিতেছিলেন।

এদিকে বায়ার্নের হয়ে ২০১৯ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ভিদালের। আর এখানে খেলেই সন্তুষ্ট তিনি, ‘আমি এখানে ভালো আছি। আমাকে আমার পরিবারের কথা চিন্তা করতে হয়। সেইসঙ্গে এখানে আমার এখনও চুক্তি শেষ হয়নি। ’

চলতি মৌসুমে বায়ার্নের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই খেলার সুযোগ পাচ্ছেন ভিদাল। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভিদালের একমাত্র গোলেই বেনফিকার বিপক্ষে জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।