ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

ডর্টমুন্ডের মাঠে লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
ডর্টমুন্ডের মাঠে লিভারপুলের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক ক্লাবে ফিরে উষ্ণ অভ্যর্থনাই পান ইয়োর্গেন ক্লপ। জয় না পেলেও ম্যাচ শেষে সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড কোচের মুখে ছিল হাসি।

ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবটির বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। অ্যাওয়ে গোলের সুবাদে সেমিতে চোখ রাখছে ইংলিশ জায়ান্টরা।

 

সিগনাল ইদুনা পার্কে খেলা শুরুর ৩৬ মিনিটের মাথায় লিভারপুলকে লিড এনে দেন বেলজিয়ান স্ট্রাইকার ডিভোক অরিগি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লপের শিষ্যরা। বিরতির পর তিন মিনিট না যেতেই স্বাগতিকদের সমতায় ফেরান জার্মান ডিফেন্ডার ম্যাটস হামেলস। নির্ধারিত সময় শেষে ড্র নিয়েই দু’দলকে সন্তুষ্ট থাকতে হয়।


অন্যান্য ম্যাচের ফলাফল: অ্যাথলেতিক বিলবাও ১-২ সেভিয়া, স্পোটিং ব্রাগা (পর্তুগাল) ১-২ শাখতার দোনেস্ক (ইউক্রেন), ভিয়ারিয়াল ২-১ স্পার্তা প্রাহা (চেক প্রজাতন্ত্র)। এর মধ্যে স্প্যানিশ ক্লাব সেভিয়া গত দুই আসরের চ্যাম্পিয়ন।

অাগামী ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চারটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা পাঁচ মিনিটে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।