ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজি ম্যাচে ফিরছেন সিলভা-কোম্পানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
পিএসজি ম্যাচে ফিরছেন সিলভা-কোম্পানি ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে প্রস্তুত ডেভিড সিলভা। ইনজুরি কাটিয়ে ম্যানচেস্টার সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিরও মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে পিএসজির মুখোমুখি হবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। বলা বাহুল্য, দু’টি অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ঘরের মাঠে নামার অপেক্ষায় সিটিজেনরা।

অ্যাঙ্কেল ইনজুরিতে ভোগায় ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে (৯ এপ্রিল) দলের বাইরে ছিলেন সিলভা। তবে দলের অন্যতম সেরা প্লে-মেকারের সার্জারি করার প্রয়োজন আছে বলে মনে করছেন না কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।

এক মাস সাইডলাইনে থাকার পর খেলায় ফিরতে পারেন কোম্পানি। গত মাসের মাঝামাঝি সময়ে ডায়নামো কিয়েভের বিপক্ষে তিনি পায়ের ইনজুরিতে আক্রান্ত হন। এরপর থেকেই মাঠের বাইরে বেলজিয়ান তারকা।

পিএসজি ম্যাচে কোম্পানিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পেলেগ্রিনি, ‘দলের সঙ্গে অনুশীলনে ফেরার মুহূর্ত থেকেই তার (কোম্পানি) সুযোগ তৈরি হয়েছে। কিন্তু, ইনজুরির কারণে সে গত এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিল। আমরা অপেক্ষা করব। শুরুর একাদশে রাখার ব্যাপারে শেষ মিনিট পর্যন্ত আমি অপেক্ষায় থাকব। ’

সাম্প্রতিক বছরে ম্যাচ খেলার মতো ফিটনেস বজায় রাখতে লড়াই করছেন কোম্পানি। কিন্তু, বিশেষ করে চলতি মৌসুম সমস্যাটা প্রকট হয়ে দেখা দিয়েছে। ইনজুরির কবলে পড়ে ইতোমধ্যেই ম্যানসিটির ২৭টি ম্যাচ মিস করেছেন ৩০ বছর বয়সী এ সেন্টার ব্যাক।

এদিকে, পিএসজির বিপক্ষে সার্জিও আগুয়েরোর খেলা নিয়ে একটা গুজব ছড়ালেও ‍তা নাকচ করে দিয়েছেন পেলেগ্রিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমআরএম

** আগুয়েরোকে ঘিরে শঙ্কা উড়িয়ে দিলেন পেলেগ্রিনি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।