ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

আরামবাগের হ্যাটট্রিক ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
আরামবাগের হ্যাটট্রিক ড্র

ঢাকা: চলমান স্বাধীনতা কাপের আসরে আবারো ড্র করেছে আরামবাগ ক্রীড়া চক্র। ‘বি’ গ্রুপের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে কোনো গোল আদায় করে নিতে পারেনি আরামবাগ।

শুক্রবার (১৫ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ড্র করেছে আরামবাগ-রহমতগঞ্জ।

চার ম্যাচ খেলা আরামবাগ নিজেদের প্রথম ম্যাচে হেরে পরের তিন ম্যাচেই ড্র করেছে। ফলে, তাদের সংগ্রহ তিন পয়েন্ট। অপরদিকে, রহমতগঞ্জ চার ম্যাচের একটি জয়, একটিতে ড্র আর দুটি ম্যাচে হারের ফলে অর্জন করেছে চার পয়েন্ট।

দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের জয়ে হ্যাটট্রিক করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কোলো মুসা।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ১৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।