ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

চেলসিতেই থাকছেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
চেলসিতেই থাকছেন হ্যাজার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: এডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদ বা পিএসজিতে পাড়ি জমানোর ব্যাপারে গুঞ্জন তো কম হয়নি। তবে এবার সব গুজবে পানি ঢেলে দিলেন বেলজিয়ান উইঙ্গার! অ্যান্তোনিও কন্তেকে হ্যাজার্ড জানিয়ে দিয়েছেন পরবর্তী মৌসুমে তিনি চেলসিতেই থাকতে চান।

ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। চলতি মৌসুম শেষেই চেলসির দায়িত্ব নেবেন সাবেক জুভেন্টাস ও বর্তমান ইতালির কোচ অ্যান্তোনিও কন্তে।

সূত্রমতে, নতুন কোচের অধীনে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ‍মুখিয়ে আছেন হ্যাজার্ড। সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল কিংবা পিএসজিতে যোগ দেওয়া ব্যাপারেও নাকি চেলসি তারকার কোনো ইচ্ছা নেই। কন্তেও হ্যাজার্ডকে রাখতে পেরে খুশি এবং পিএসজি থেকে হাভিয়ের পাস্তোরেকে দলে টানতে চাইছেন এ ইতালিয়ান কোচ।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জেতেন হ্যাজার্ড। কিন্তু, নতুন মৌসুম আসতেই যেন তিনি নিজেকে হারিয়ে খোঁজেন। এখন পর্যন্ত ২৩টি লিগ ম্যাচে গোলের দেখা না পাওয়াটা তো সেটিই প্রমাণ করে।

দলের অন্যতম সেরা খেলোয়াড়ের ফর্মহীনতায় ভুগছে ব্লুজরাও। লিগ শিরোপা ধরে রাখা দূরে থাক, ৩৩ ম্যাচ শেষে ৪৪ পয়েন্টে ১০ নম্বরে থাকায় চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে দর্শক ভূমিকায় থাকতে হচ্ছে চেলসিকে। মৌসুমের বাকি পাঁচটি ম্যাচ জিতলেও তাদের শীর্ষ চারে উঠা সম্ভব হবে না।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।