ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মেসি প্রতারক নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২, ২০১৬
মেসি প্রতারক নয় ছবি: সংগৃহীত

ঢাকা: মাঠের খেলায় কোনো ধরনের প্রতারণা করেন না লিওনেল মেসি। এমনটিই জানালেন বার্সেলোনায় খেলা মেসির সাবেক সতীর্থ জাভি।

অ্যাতলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার ফিলিপ লুইসের অভিযোগের ভিত্তিতে এমনটি জানান জাভি।

 

গত জানুয়ারিতে অ্যাতলেটিকোর বিপক্ষে বার্সার ম্যাচের পর লুইজ জানান, খেলার সময় ভালো অভিনয় করেন মেসি। পরে ম্যাচের দায়িত্বে থাকা রেফারির কাছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর জন্য শাস্তি কামনা করেন এই ব্রাজিলিয়ান।

এদিকে মেসির পক্ষ নিয়ে জাভি জানান, আর্জেন্টাইন এ তারকার মাঠের চরিত্র উদাহারণস্বরুপ। তিনি বলেন, ‘মেসি মানুষ হিসেবে দারুণ। সে সবসময়ই ভালো, তার মাঝে সততা রয়েছে। সুতরাং সে প্রতারণা করতে পারেনা। ’

জাভি আরও যোগ করেন, ‘খেলার মাঠে মেসি কাউকে অসম্মান করে না। তার ব্যবহার উদাহারণ দেওয়ার মতোই। তবে সেও একজন মানুষ, সে পেশাদার আর সে ম্যাচ হারাকে ঘৃনা করে। নিঃসন্দেহে সে বিশ্বের সেরা ফুটবলার। ’

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।