ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরির কারণে ফ্রান্স প্রীতি ম্যাচে নেই মার্শাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ইনজুরির কারণে ফ্রান্স প্রীতি ম্যাচে নেই মার্শাল অ্যান্থোনিও মার্শাল-ছবি:সংগৃহীত

ঢাকা: ১০ জনু থেকে ফ্রান্সের মাটিতে বসতে যাচ্ছে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশিপ। এরই লক্ষ্যে সোমবার (৩০ মে) ক্যামেরুনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে দলটি।

তবে এ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন দেশটির স্ট্রাইকার অ্যান্থোনিও মার্শাল।

 

ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ এ তারকা ফ্রান্সের ইউরোর ২৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন। তবে তার ইনজুরি গুরুতর নয় বলে আসরে তাকে নিয়ে কোন শঙ্কা নেই বলে জানা কোচ দিদিয়ের দেশাম্প।

দেশাম্প বলেন, ‘পেশির ইনজুরিতে ভুগছে মার্শাল। সে ক’দিন আগেই মৌসুমের খেলা শেষ করেছে। সুতরাং তাকে খেলিয়ে আমি কোন ধরনের ঝুঁকি নিতে চাই না। তাই এ ম্যাচে সে থাকছে না। ’

তিনি আরও বলেন, ‘তবে তার ইনজুরি তাকে ইউরো থেকে ছিটকে দেয়নি। তার সমস্যাটা খুব গুরুতর নয়। ’

ইংলিশ জায়ান্ট ম্যানইউ‘র হয়ে ২০১৫-১৬ মৌসুমে ১৮টি গোল করেছেন ২০ বছর বয়সী মার্শাল। যেখানে রেড ডেভিলসদের বাজে মৌসুমেও তিনি আলো ছড়িয়েছেন।

আগামী ১০ জুন ইউরোর প্রথম দিনে স্তাদে ডি ফ্রান্সে রোমানিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ফ্রান্স।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ৩০ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।