ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বার্সা সমর্থককে রিয়াল প্রেসিডেন্টের উপহাস (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বার্সা সমর্থককে রিয়াল প্রেসিডেন্টের উপহাস (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল-বার্সা যেমন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী সমর্থকরাও ঠিক ‍তাই! ১১তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিশ্চিতের পর নাকি এক বার্সেলোনা সমর্থককে উপহাস করে বসেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

মিলানের সান সিরো স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উল্লাসে মাতেন রোনালদো-বেল-বেনজেমারা।

নব্বই মিনিটের খেলায় ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়েও কেউ জয়সূচক গোলের দেখা পাননি। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

অ্যাতলেতিকো ডিফেন্ডার জুয়ানফ্রানের শট পোস্টে লাগার পর উৎসবের উপলক্ষ পায় গ্যালাকটিকোরা। ক্রিস্টিয়ানো রোনালদোর শট জালে বল জড়াতেই উল্লাসে ফেটে পড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

স্টেডিয়ামে ফ্লোরেন্তিনো পেরেজের কাছাকাছি বসা এক বার্সা সমর্থক একটি বিতর্ক জুড়ে দেন। হাসিখুশি ভঙ্গিতেই তিনি ইউরোপের সেরা টিম হিসেবে বার্সার কথা তুলে ধরেন, ‘ফ্লোরেন্তিনো, বার্সাই যে সেরা টিম সেটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। ’

রিয়াল প্রেসিডেন্টের প্রতিক্রিয়া, ‘বার্সার আছে পাঁচটি (চ্যাম্পিয়নস লিগ ট্রফি)। আমাদের আছে ১১টি। ’ পাল্টা যুক্তিও দেখান বার্সা সমর্থক, ‘কিন্তু তারা (বার্সা) তো ভালো যুগ থেকে উঠে আসেনি। ’ হাতের আঙ্গুল দেখিয়ে রিয়ালের ১১টি ইউরোপিয়ান কাপ জয়ের ইঙ্গিত দিয়ে বিতর্কের ইতি টানেন পেরেজ, ‘এখন আমাদের ১১টি শিরোপা। ’ তাই বলা যায়, ইউরোপের সেরা টিমের বিতর্ক টেনে পেরেজের কাছে উল্টো হারের লজ্জায় পড়েন বার্সা সমর্থক!

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।