ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

লেভানডফস্কির নেতৃত্বে পোলিশদের ইউরো দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ৩১, ২০১৬
লেভানডফস্কির নেতৃত্বে পোলিশদের ইউরো দল ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সে অনুষ্ঠেয় ২০১৬ ইউরোয় ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পোল্যান্ড। গ্রুপ ‘সি’ তে জার্মানি, ইউক্রেন ও নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে পোলিশদের নেতৃত্ব দেবেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কি।

আগামী ১০ জুন ১৫তম উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর্দা উঠবে। ১২ জুন নিজেদের প্রথম ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পোল্যান্ড। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামবেন লেভানডফস্কিরা।

বাছাইপর্বে চমৎকার পারফরম্যান্স করেই মূলপর্বে সরাসরি জায়গা করে নেয় পোল্যান্ড। হোম ম্যাচে জার্মানিকে হারিয়ে পয়েন্ট টেবিলে জার্মানদের পরে দ্বিতীয় স্থানে থেকে তারা বাছাইপর্বের বাধা অতিক্রম করে।

বায়ার্নের জার্সি গায়ে দুর্দান্ত ফর্মে থাকা থাকা লেভানডফস্কি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৫ ম্যাচে ৩৪টি গোল করেছেন। ইউরো মিশনে ২৭ বছর বয়সী এই ‘গোলমেশিন’-ই যে পোলিশদের মূল ‘অস্ত্র’ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

পোল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: আর্তার বোরাক (এএফসি বোর্নমাউথ), লুকাস ফাবিয়ান্সকি (সোয়ান্সি সিটি), ওজচিয়েখ এসজেসনি (রোমা)।

ডিফেন্ডার: থিয়াগো সিওনেক (পালের্মো), কামিল গিল্ক (তুরিনো), আর্তার জেডারজেকসিক (লেজিয়া ওয়ারশ), মাইকেল পাজদন (লেজিয়া ওয়ারশ), লুকাস পিজচেক (বুরুশিয়া ডর্টমুন্ড), বার্তোস সালামন (কাগলিয়ারি), জাকুব ওয়ারজিনিয়াক (লেচিয়া গডান্সক)।

মিডফিল্ডার: জাকুব ব্লাসজিকস্কি (ফিওরেন্তিনা), কামিল গ্রোসিকি (রেনেস), টমাস জডলইক (লেজিয়া ওয়ারশ), বার্তোস কাপুস্তকা (ক্রাকোভিয়া), গারজেগর্জ ক্রাইচোভিয়াক (সেভিয়া), ক্যারল লিনেত্তি (লেক পোজনান) কারজিস্তফ ম্যাকজিন্সকি (উইসলা ক্রাকোউ), স্লায়োমির পেজকো (লেচিয়া গডান্সক), ফিলিপ স্টারজিন্সকি (জাগলেবি লুবিন), পিওতর জিয়েলিন্সকি (এম্পোলি)।

ফরোয়ার্ড: রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ), আর্কাডিয়াজ মিলিক (আয়াক্স), মারিয়াজ স্টেপিন্সকি (রুচ চোর্জোউ)।

ইউরোর প্রস্তুতি নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডস ও লিথুনিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পোল্যান্ড। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে ১ জুন (বুধবার) দিবাগত রাত পৌনে ১টায় ও ৬ জুন (সোমবার) রাত ১০টায়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।