ঢাকা: ৩১ মে ২৭-এ পা রাখেন জার্মান তারকা মার্কো রিউস। কিন্তু জন্মদিনটা তার শুভ হলো না! বাঁধ সাধলো ইনজুরি।
২০১৪ বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন। এবার আরেকটি আন্তর্জাতিক মেগা ইভেন্ট শুরুর আগে রিউসের স্বপ্নভঙ্গ হলো! অন্যদিকে, ফিটনেসে ঘাটতি থাকলেও অভিজ্ঞ মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েইনস্টাইগারকে স্কোয়াডে রেখেছেন কোচ জোয়াকিম লো।
রিউসের পাশাপাশি চূড়ান্ত দলে জায়গা পাননি বায়ার লেভারকুসেনের করিম বেলারাবি, জুলিয়ান ব্রান্ডট ও হফেনহেইমের সেবাস্তিয়ান রুডি। চারজনকেই এখন সুইজারল্যান্ডে জার্মানির ট্রেনিং ক্যাম্প ছাড়তে হচ্ছে। যেখানে হাঙ্গেরির বিপক্ষে শনিবারের (৪ জুন রাত ১০টায়) প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে জার্মানরা।
ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন ১৫তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর্দা উঠবে। ‘সি’ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ পোল্যান্ড, ইউক্রেন ও নর্দান আয়ারল্যান্ড।
জার্মানি স্কোয়াড:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), বার্নড লেনো (বায়ার লেভারকুসেন), মার্ক আন্দ্রে টার স্টেগেন (বার্সেলোনা)।
ডিফেন্ডার: জেরম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এমার ক্যান (লিভারপুল), জোনাস হেক্টর (কোলন), বেনেডিক্ট হাওয়েডস (শালকে), ম্যাটস হামেলস (বুরুশিয়া ডর্টমুন্ড), স্কোদ্রান মুস্তাফি (ভ্যালেন্সিয়া), অ্যান্তোনিও রুডিগার (রোমা)।
মিডফিল্ডার: জুলিয়ান ড্রাক্সলার (উলফসবার্গ), মারিও গোতজে (বায়ার্ন মিউনিখ), সামি খেদিরা (জুভেন্টাস), জোসুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), লিরয় সেন (শালকে), বাস্তিয়ান শোয়েইনস্টাইগার (ম্যানচেস্টার ইউনাইটেড), জুলিয়ান ওয়েজেল (বুরুশিয়া ডর্টমুন্ড)।
ফরোয়ার্ড: মারিও গোমেজ (বেসিকতাস), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), লুকাস পোডলস্কি (গালাতাসারাই), আন্দ্রে শুরলে (উলফসবার্গ)।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমআরএম