ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউরোয় ইংল্যান্ডের চূড়ান্ত দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ইউরোয় ইংল্যান্ডের চূড়ান্ত দল ছবি: সংগৃহীত

ঢাকা: ৩১ মে ইউরোর চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন। ইতোমধ্যেই স্বাগতিক ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, পোল্যান্ড সহ আরো অনেক দলের কোচই তাদের স্কোয়াড জানিয়ে দিয়েছেন।

এবার ওয়েইন রুনির নেতৃত্বে ইংল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলের নাম প্রকাশ করেছেন রয় হজসন।

এর আগে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন হজসন। পরে ইনজুরির কারণে ছিটকে পড়েন ম্যানসিটি মিডফিল্ডার ফাবিয়ান ডেলপ। চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়া বাকি দু’জন হলেন নিউক্যাসল মিডফিল্ডার অ্যান্ড্রোস টাউন্সেন্ড ও ইংলিশ লিগ জয়ী লিচেস্টার সিটির মিডফিল্ডার ড্যানি ড্রিঙ্কওয়াটার।

ফ্রান্সে আগামী ১০ জুন ১৫তম উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর্দা উঠবে। ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ রাশিয়া, ওয়েলস ও স্লোভাকিয়া। ১১ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অধরা ইউরো মিশনে মাঠে নামবে ৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইউরোর প্রস্তুতিতে আগামী ২ জুন (বৃহস্পতিবার) প্রীতি ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ইংলিশরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: জো হার্ট (ম্যানচেস্টার সিটি), ফ্রেজার ফরস্টার (সাউদাম্পটন), টম হিটন (বার্নলি)।

ডিফেন্ডার: গ্যারি কাহিল (চেলসি), ক্রিস স্ম্যালিং (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (এভারটন), কাইল ওয়াকার (টটেনহাম), রায়ান বার্টৠান্ড (সাউদাম্পটন), ড্যানি রোস (টটেনহাম), নাথানিয়েল ক্লাইন (লিভারপুল)।

মিডফিল্ডার: ডেলি আলী (টটেনহাম), রস বার্কলি (এভারটন), এরিক ডায়ার (টটেনহাম), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), অ্যাডাম লাল্লানা (লিভারপুল), জেমস মিলনার (লিভারপুল), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি), জ্যাক উইলশেয়ার (আর্সেনাল)।

ফরোয়ার্ড: ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি কেন (টটেনহাম), জেমি ভার্ডি (লিচেস্টার সিটি), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।