ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

স্পেন, ডাচের জয়, ড্র করলো বেলজিয়াম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ২, ২০১৬
স্পেন, ডাচের জয়, ড্র করলো বেলজিয়াম ছবি:সংগৃহীত

ঢাকা: ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নসশিপের আগে দলগুলো নিজেদের প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ঝালাই করে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে জয় পেয়েছে স্পেন ও নেদারল্যান্ডস হারিয়েছে পোল্যান্ডকে।

আর ফিনল্যান্ডের বিপক্ষে ড্র করেছে বেলজিয়াম।

নোলিতো ও আলভারো মোরাতার জোড়া গোলে ৬-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে স্পেন। দেল বস্ক শিষ্যদের হয়ে আরও একটি করে গোল করেন ডেভিড সিলভা ও ফেব্রেগাস।

এবারের ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ড। কিন্তু পোল্যান্ড দল হিসেবে পোল্যান্ড থেকে দুর্বল হলেও ইউরো খেলতে ফ্রান্সের টিকিট নিশ্চিত করেছে। তবে প্রস্তুতি ম্যাচে ডাচদের কাছে ২-১ গোলে হেরেছে পোলিশরা।

এদিকে দুর্বল ফিনল্যান্ডের বিপক্ষে কোন রকম ড্র করে মাঠ ছেড়েছে বেলজিয়াম। রোমেলু লুকাকুর ৮৯ মিনিটের গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারকা সমৃদ্ধ দলটি।

বাংলাদেশ সময়: ১০১৮ঘণ্টা, ০২ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।