ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন কাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ২, ২০১৬
কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন কাকা কাকা-ছবি:সংগৃহীত

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে কোপা আমেরিকায় ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন কাকা। অন্তত ২০ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।

তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে গ্যাসনকে।

 

কোপার শতবর্ষ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে এবারের বিশেষ আসরে ওরল্যান্ডো সিটির তারকা কাকা প্রথমে ব্রাজিল দলে সুযোগ পাননি। তবে বায়ার্ন মিউনিখ ফুটবলার দগলাস কস্তার পেশির ইনজুরির কারণে ২৩ সদস্যের দলে আসেন এ মিডফিল্ডার।

 

২৬ বছর বয়সী গ্যাসন সেলেকাওদের হয়ে সর্বশেষ ২০১২ সালে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিলেন। তবে তিনি ২০১১ কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারার আগে সবকটি ম্যাচ খেলেছিলেন।

৩ জুন থেকে শুরু হওয়া এবারের আসরে কোচ দুঙ্গার অধীনে ব্রাজিল গ্রুপি ‘বি’তে খেলবে। যেখানে গ্রুপ পর্বে দলটি খেলবে ইকুয়েডর, হাইতি ও পেরুর বিপক্ষে। ৪ জনু ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০২ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।