ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

হারের বৃত্তেই চ্যাম্পিয়ন চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
হারের বৃত্তেই চ্যাম্পিয়ন চিলি ছবি:সংগৃহীত

ঢাকা: সময়টা ভালো যাচ্ছে না কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির। কোপা’র শতবর্ষ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশেষ আসরের মূল পর্বের আগে প্রস্তুতিমূলক ম্যাচে হারের বৃত্তেই রইল দলটি।

সর্বশেষ ম্যাক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরেছে সানচেজ-ভিদালরা।

 

বৃহস্পতিবার (০২ জুন) ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে মেক্সিকানদের মুখোমুখি হয় চিলি। তবে নিশ্চিত গোলশূন্য ড্র হতে যাওয়া ম্যাচটির শেষ দিকে জাভিয়ার হার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

ম্যাচের ৮৬ মিনিটে মিগুয়েল আরতুরো লায়ুনের অ্যাসিস্ট থেকে গোলটি আদায় করে নেন হার্নান্দেজ। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি চিলি। এর আগে খেলার প্রথমার্ধে বাজে ফুটবল খেলে মেক্সিকোর জালে গোল দিতে ব্যর্থ হয় পিজ্জির শিষ্যরা।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্বল জ্যামাইকার বিপক্ষে ২-১ গোলে হেরেছিলো চিলি। এবারের আসরে গ্রুপ ‘ডি’তে খেলবে চিলি। যেখানে তাদের প্রতিপক্ষ গতবারের রানারআপ আর্জেন্টিনা, পানামা ও বলিভিয়া।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ০২ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।