ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

জার্মান মিডফিল্ডারকে দলে ভেড়ালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ২, ২০১৬
জার্মান মিডফিল্ডারকে দলে ভেড়ালো ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: বুরুশিয়া ডর্টমুন্ডের জার্মান মিডফিল্ডার ইকাই গুন্ডোগানকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ২০১৬-১৭ মৌসুমে সিটিজেনদের কোচের দায়িত্ব নেবেন পেপ গার্দিওলা।

সাবেক বায়ার্ন মিউনিখ কোচের অধীনে প্রথম খেলোয়াড় হিসেবে গুন্ডোগানকে দলে ‍টানল ইংলিশ জায়ান্টরা।

গুন্ডোগানকে পাওয়ার দৌড়ে ম্যানসিটির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল বার্সেলোনা ও জুভেন্টাস। তবে শেষ পর্যন্ত ২৫ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চার বছরের চুক্তি করেছে সিটিজেনরা।

এদিকে, হাঁটুর ইনজুরির কারণে জার্মানির হয়ে গুন্ডোগানের ইউরোতে খেলা হচ্ছে না। ম্যানসিটির প্রাক-মৌসুম প্রস্তুতিতেও তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।

ম্যানসিটির অফিসিয়াল ওয়েবসাইটে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন গুন্ডোগান, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। আমি যখন ম্যানসিটির আগ্রহের কথা শুনেছি তখনই আমার হৃদয় এখানে আসতে প্রস্তুত ছিল এবং সব কিছুই খুব দ্রুত সম্পন্ন হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।