ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

জয় পেলো ফ্রান্স, জার্মান ও ডাচরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুন ৫, ২০১৬
জয় পেলো ফ্রান্স, জার্মান ও ডাচরা ছবি:সংগৃহীত

ঢাকা: ইউরো চ্যাম্পিয়নসশিপ শুরু হতে আর মাত্র পাঁচ দিন (১০ জুন) বাকি। টুর্নামেন্ট শুরু আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠেছে ফ্রান্স ও জার্মান।

এবারের আসরের স্বাগতিক ফ্রান্স ৩-০ গোলে জয় পেয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। আর হাঙ্গেরির বিপক্ষে ২-০ গোলে জয় পায় জার্মান। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেছে ইউরো খেলতে যাওয়া অস্ট্রিয়া।

 

অলিভার জিরুদের জোড়া গোল ও লরেন্ট কোসিলিনির একটি গোলে স্তেদে সেইন্ট-সেমিফোরিনে দারুণ জয় তুলে নেয় দিদিয়ার দেশাম্পের অধীনে ফ্রান্স। আর ভিলতেস-অ্যারিনাতে ম্যাচের ৩০ মিনিট ল্যাঙ্গের আত্মঘাতি গোলে এগিয়ে যায় জার্মান। তবে থমাস মুলারের ৬৩ মিনিটের গোলে হাঙ্গেরির বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জোয়াকিয়াম লো’র শিষ্যরা।

এবারের ইউরো আসরে খেলার সুযোগ হারিয়েছে নেদারল্যান্ডস। তবে নিজেদের শেষ দুটি প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে ডাচরা। অন্যদিকে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা সুখকর হলো না অস্ট্রিয়ার। ডাচদের বিপক্ষে তারা ২-০ গোলে হারে। ডাচদের হয়ে একটি করে গোল করেন ভিনসেন্ট জানসেন ও উইজনালদাম।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০৫ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।