ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

বেলের ওয়েলসকে সহজে হারালো ইব্রার সুইডেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জুন ৬, ২০১৬
বেলের ওয়েলসকে সহজে হারালো ইব্রার সুইডেন

ঢাকা: ইউরো আসরে নামার আগে জয় সঙ্গী হলো জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনের। প্রীতিম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে সুইডিশরা।

ইব্রা কিংবা বেল কেউই গোলের দেখা পাননি।

 

গোলমেশিন ইব্রা গোল না পেলেও প্রথম গোলের যোগানদাতা ছিলেন তিনি। দলের সেরা এই তারকা ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। খেলার ৬৪তম মিনিটে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেল। তবে, দলকে জেতাতে তো নয়ই, পরাজয়ের ব্যবধান কমাতেও কোনো সাহায্য করতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের শিরোপার স্বাদ নেওয় বেল।

সুইডেনের হয়ে ম্যাচের ৪০ মিনিটের মাথায় গোল করেন ফোর্সবার্গ (১-০)। ইব্রার অ্যাসিস্ট থেকে আসা এই স্কোরে বিরতিতে যায় সুইডিশরা।

বিরতির পর ৫৭ মিনিটের মাথায় লাস্টিং এবং ৮৭ মিনিটের মাথায় গুইদেতি গোল করেন।

ইউরোর আসর শুরুর আগে ওয়েলসের পাশে কোনো সাম্প্রতিক জয়ের স্বাদ থাকছে না। বেল সতীর্থরা টানা চার ম্যাচ হেরে এবারের আসর শুরু করবে। আসরের গ্রুপপর্বে তাদের প্রথম প্রতিপক্ষ স্লোভাকিয়া।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।