ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

হেরেই গেল সুয়ারেজবিহীন উরুগুয়ে 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ৬, ২০১৬
হেরেই গেল সুয়ারেজবিহীন উরুগুয়ে  ছবি: সংগৃহীত

ঢাকা: লজ্জাজনক হার দিয়ে শতবর্ষী কোপা আমেরিকা ‍মিশন শুরু করলো রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। সুয়ারেজবিহীন উরুগুইয়ানদের ৩-১ গোলের দুঃস্বপ্ন উপহার দেয় মেক্সিকো।

‘সি’ গ্রুপের অপর ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলের ন্যূনতম ব্যবধানের জয় পেয়েছে ভেনেজুয়েলা।

অ্যারিজোনার ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়ামে মেক্সিকো ও উরুগুয়ে দু’দলই একটি করে লাল কার্ডে দশজনের দলে পরিণত হয়। ইনজুরির কারণে দলের সেরা অস্ত্র লুইস সুয়ারেজকে এ ম্যাচে পায়নি উরুগুয়ে।

খেলা শুরুর চার মিনিটেই ডিফেন্ডার আলভারো পেরেইরার আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় মেক্সিকানরা। প্রথমার্ধের শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ে মিডফিল্ডার মাতিয়াস ভেসিনো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া এডিনসন কাভানিরা মেক্সিকোর রক্ষণদেয়ালই ভাঙতে পারছিলেন না। ৭৪ মিনিটের ‍মাথায় দলকে উদ্ধার করেন অধিনায়ক ডিয়েগো গোদিন। তার আগের মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ডের আওতায় পড়েন মেক্সিকান ডিফেন্ডার আন্দ্রেস গুয়ার্দাদো। তবে শেষদিকে দু’টি গোল হজম করতে হয় উরুগুইয়ানদের। ম্যাচ শেষে তাদের একরাশ হতাশাই সঙ্গী হয়।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ডিফেন্ডার রাফা মার্কুয়েজ নৈপুণ্যে জয়ের সুবাস পায় মেক্সিকো। ইনজুরি সময়ের তাতে পূর্ণতা আনেন মিডফিল্ডার হেক্টর হেরেরা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর অস্কার তাবারাজের শিষ্যদের চোখে-মুখে যেন রাজ্যের হতাশার প্রতিচ্ছ্ববিই ফুটে ওঠে!

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।