ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

মেসিবিহীন ম্যাচে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুন ৭, ২০১৬
মেসিবিহীন ম্যাচে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার ছবি:সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকা শতবার্ষিকীর বিশেষ আসরে দুর্দান্ত শুরু করলো আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারালো জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

তবে এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লেভাইস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় মুখোমুখি হয় গত আসরের ফাইনালিস্টরা। গতবার চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা খোয়ায় আর্জেন্টিনা। তাই গ্রুপ ‘ডি’র এ ম্যাচটি অনেকটা প্রতিশোধও হলো আলবেসেলিস্তাদের।

এদিন ম্যাচের প্রথমার্ধ দু’দল বেশ কয়েকবার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। তাই গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে ম্যাচে আধিপত্য সৃষ্টি করে খেলতে থাকে ১৪বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ৫১ মিনিটে দলের লিড এনে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। এভার বেনেগার থেকে বল পেয়ে দারুণভাবে গোলটি করেন পিএসজি মিডফিল্ডার।

ম্যাচের ৫৯ মিনিটে লিড দ্বিগুন করে আর্জেন্টিনা। এবার যেন প্রথম গোলের বিপরীত কিছু দেখা গেল। দ্বিতীয় গোলটি ডি মারিয়ার সাহায্যে স্কোর শীটে নাম লেখান বেনেগা।

২-০ গোলে যখন আর্জেন্টিনা জয়ের সুবাতাস পাচ্ছিল, ঠিক ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে একটি শান্তনার গোল পায় চিলি। অ্যারিয়েল ওরেলানার অ্যাসিস্ট থেকে বর্তমান চ্যাম্পিয়নদের একটি গোল পাইয়ে দেন পেদ্রো ফুয়েনজালিদা।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মার্টিনো শিষ্যরা। এদিকে গ্রুপ ‘ডি’র অন্য ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে পানামা।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ০৭ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।