ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

অ্যাতলেতিকোতেই থাকছেন সিমিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ৭, ২০১৬
অ্যাতলেতিকোতেই থাকছেন সিমিওন

ঢাকা: দিয়েগো সিমিওনকে ঘিরে ভক্ত-সমর্থকদের উদ্বেগের কোনো কারণ নেই! অ্যাতলেতিকো মাদ্রিদেই থাকছেন আর্জেন্টাইন কোচ। এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাতলেতিকো প্রেসিডেন্ট এনরিক কেরেজো।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর থেকেই সিমিওনের কোচ পদ অনিশ্চয়তার মুখে পড়ে। তিনি অ্যাতলেতিকোর কোচের দায়িত্ব চালিয়ে যাবেন কিনা তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে সমর্থকরা ভিসেন্তে কালদেরনে ঝড়ো হয়ে সিমিওনকে ধরে রাখতে তাদের দৃঢ় সমর্থন প্রকাশ করেন।

 

ক্লাব সমর্থকদের আশ্বস্তই করলেন এনরিক কেরেজো, ‘অ্যাতলিতো সমর্থকরা নিশ্চিন্তে ঘুমাতে পারেন কারণ সিমিওনের চুক্তির মেয়াদ শেষ হতে আরো চার বছর বাকি। টেকনিক্যাল টিম দলকে চাঙা করার কাজ করছে। কিন্তু, প্র্যাক্টিক্যালি এটা একই রকম থাকবে যেমন করে আমরা চ্যাম্পিয়নস লিগে রানার আপ ও লা লিগায় তৃতীয় থেকে মৌসুম শেষ করেছি। ’

২০১১ সালের ডিসেম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের কোচের দায়িত্ব নেন সিমিওন। তার অধীনে স্পেনে তো বটেই, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরেও এখন অন্যতম প্রতিদ্বন্দ্বী টিম অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।