ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

প্রথম দল হিসেবে কোপার কোয়ার্টারে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জুন ৮, ২০১৬
প্রথম দল হিসেবে কোপার কোয়ার্টারে কলম্বিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই শতবর্ষী কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। প্রথম দল হিসেবেও।

প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পা রাখে ২০০১ আসরের চ্যাম্পিয়নরা।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবেই কোপা মিশন শুরু করে জেমস রদ্রিগেজের কলম্বিয়া। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতলেই কোয়ার্টার নিশ্চিত এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নামে তারা।

বুধবার (৮ জুন) ক্যালিফোর্নিয়ার পাসাডেনার রোস বোল স্টেডিয়ামে খেলা শুরুর ১২ মিনিটেই লিড নেয় কলম্বিয়া। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগেজের পাসে প্যারাগুয়ের জালে বল জড়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা। ৩০ মিনিটে অধিনায়ক নিজেই গোলের খাতায় নাম লেখান। একই সঙ্গে দলকে কোয়ার্টারের পথে নিয়ে যান রদ্রিগেজ।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে প্যারাগুয়েকে ম্যাচে ফেরান মিডফিল্ডার ভিক্টর আয়ালা। কিন্তু এর দশ মিনিট পরেই অস্কার রোমেরোর লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় প্যারাগুইয়ানরা। শেষ পর্যন্ত তাদের আর সমতায় ফেরা হয়নি। রেফারি শেষ বাঁশি বাজাতেই যেন উৎসবে মাতেন হোসে পেকারম্যানের শিষ্যরা।

আগামী রোবার (১২ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। নকআউট পর্বের আশা জিইয়ে রাখতে কোস্টারিকানদের জয়ের বিকল্প নেই। তবে তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের ওপর। একই দিন ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে শীর্ষে থাকা কলম্বিয়ার সংগ্রহ ৬। এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। সমান ১ পয়েন্টে যথাক্রমে তিন ও চারে প্যারাগুয়ে, কোস্টারিকা। দু’দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ের মুখ দেখে। গোল ব্যবধানে প্যারাগুয়ের (-১) চেয়ে বেশ পিছিয়ে কোস্টারিকা (-৪)। দুই ম্যাচেই গোলের দেখা পায়নি তারা। উল্টো এক ম্যাচেই চারটি গোল হজম করতে হয়।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এমআরএম

** 
উড়ন্ত জয়ে ঘুরে দাঁড়ালো স্বাগতিক যুক্তরাষ্ট্র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।