ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়ায় পর্তুগালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ৯, ২০১৬
রোনালদোর জোড়ায় পর্তুগালের গোল উৎসব ছবি:সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনারদোর জোড়া গোলে এস্তোনিয়ার জালে উৎসব করলো পর্তুগাল। দুর্বল এস্তোনিয়ার বিপক্ষে ৭-০ গোলের জয় পেল ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

দলের হয়ে রোনালদোর পাশাপাশি জোড়া গোল আসে রিকার্ডো কুয়ারেসমার পা থেকে। দানিলো পেরেইরা ও এডার করেন একটি করে গোল। এছাড়া এস্তোনিয়ার কারোল মেটস আত্মঘাতি গোল করে বসেন।

ইউরো চ্যাম্পিয়নসশিপ শুরুর ঠিক একদিন আগে এমন বড় জয় পেল পর্তুগিজরা। ঘরের মাঠ লিবসনে বৃহস্পতিবার এস্তোনিয়াকে আতিথিয়েতা জানায় রোনালদোরা।

পরে ম্যাচের ৩৬ ও ৪৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ক’দিন আগে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা সিআর সেভেন। মাঝে ৩৯ মিনিটে রিকার্ডো একটি গোল করলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে পেরেইরা দলের হয়ে চতুর্থ গোলটি করেন। কিন্তু ৬ মিনিট পর নিজেদের জাল বাঁচাতে গিয়ে উল্টো আত্মঘাতি গোল করে বসেন মেটস। ৭৭ মিনিটে রিকার্ডো নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে ৬-০তে এগিয়ে দেন। আর ৮০ মিনিটে এডার এস্তোনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৭-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোসের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ০৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।