ঢাকা: এবারই প্রথমবারের মতো গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। স্টেডিয়ামটিতে প্রতি পর্বে প্রতিদিন ১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
শনিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পেশাদার লিগ কমিটির এক বৈঠকে বিষয়টি জানানো হয়।
গোপালগঞ্জ ছাড়া প্রিমিয়ার লিগের বাকি ৬টি স্টেডিয়ামে হলো; বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-ঢাকা, এমএ আজিজ স্টেডিয়াম-চট্টগ্রাম, জেলা স্টেডিয়াম-সিলেট, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম-রাজশাহী, আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম-বরিশাল ও রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম-ময়মনসিংহ।
মোট সাতটি স্টেডিয়ামের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে প্রতিপর্বে প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ৪টিতে প্রতিপর্বে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়াও সভার শুরুতে এদিন গুলশান হলি আর্টিজান রোস্তোরায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব ও সমবেদনা জানানো হয়।
এদিকে পেশাদার লিগকে সামনে রেখে ১৮ জুলাই রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘জজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের’ লোগো ও ট্রফি প্রদর্শন অনুষ্ঠিত হবে বলেও সভায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি