ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

নিলামে উঠছে রোনালদোর ছুঁড়ে ফেলা মাইক্রোফোন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
নিলামে উঠছে রোনালদোর ছুঁড়ে ফেলা মাইক্রোফোন ছবি:সংগৃহীত

ঢাকা: তারকারা কোন কিছুতে হাত দিলে সেটিই হয়ে যায় মূল্যবান। এমনই এক ঘটনা ঘটতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর বেলায়।

ক’দিন আগে পর্তুগিজ অধিনায়ক রাগান্বিত অবস্থায় একটি টিভি চ্যানেলের মাইক্রোফেন ছুঁড়ে মেরেছিলেন পাশের লেকে। আর সেই মাইক্রোফোনটি খুঁজে পাওয়া যায়। পরে টিভি কতৃপক্ষ চ্যারিটির জন্য এটি নিলামে ওঠানোর সিদ্ধান্ত নেয়।

 

চলমান ইউরোতে গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালের ম্যাচের আগের কথা। টিম হোটেল লিঁওর কাছে একটি লেক ঘেসে যাচ্ছিলেন রোনালদো। এ সময় পর্তুগিজ টেলিভিশন সিএমটিভির রিপোর্টার দিয়েগো তোরেস সিআর সেভেনকে মেসি সম্পর্কে একটি কথা জিজ্ঞেস করলে চটে যন তিনি। পরে রিপোর্টারের হাতে থাকা মাইক্রোফোনটি ছুঁড়ে মারেন পাশের লেকে।

 এদিকে শনিবার সিএমটিভি নিশ্চিত করে মাইক্রোফোনটি খুঁজতে তারা পাওলো মার্টিনস ও অ্যান্তোনিও বেসোনে বাসতো নামের দুইজন ডাইভারকে লেকে পাঠায়। পরে লেকের একেবারে নিচে পাওয়া যায় মাইক্রোফোনটি।

তারা আরও জানায়, এই মাইক্রোফোনটি নিলামে ওঠানো হবে। আর এর অর্থ দিয়ে রোনালদোর বেড়ে ওঠার শহর ফানচালের গরিব শিশুদের মাঝে দান করা হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।