ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরি জর্জরিত জার্মান দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
ইনজুরি জর্জরিত জার্মান দল ছবি:সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ চ্যাম্পিয়নসশিপে সেমিফাইনালের মতো কঠিন ম্যাচের আগে বিপাকে পড়েছে জার্মানি। ইনজুরিতে কাঁপছে দলটির গুরুত্বপূর্ণ সব ফুটবলাররা।

ইতোমধ্যে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে ইউরো থেকে ছিটকে গেছেন এবারের আসরে দুর্দান্ত খেলা স্ট্রাইকার মারিও গোমেজ।

 

ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গুরুতর চোট পান গোমেজ। খেলার দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে মাঠে নামেন হুয়ান ডেক্সলার।

এদিকে একই ম্যাচে চোট পেয়েছেন মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েইনস্টাইগার ও সামি খেদিরা। এ দু’জনের ইনজুরি তাদের ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

এর আগে শেষ আটের ম্যাচে আসরের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার ম্যাট হ্যামেলস। তাই শেষ চারের ম্যাচে তাকে পাচ্ছে না বিশ্ব চ্যাম্পিয়নরা। তারকারা মাঠের বাইরে ছিটকে পড়ায় সেমিফাইনালের আগে বেশ শঙ্কিত জার্মান দল।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।