ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার অলিম্পিক মিশনে নেই দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
আর্জেন্টিনার অলিম্পিক মিশনে নেই দিবালা ছবি: সংগৃহীত

ঢাকা: জেরার্ডো মার্টিনো কোচের পদ থেকে পদত্যাগ করায় আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা নিয়ে একটা শঙ্কা ছিলই। কিন্তু এরই মধ্যে স্কোয়াড চূড়ান্ত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

জুভেন্টাস তারকা পাওলো দিবালাকেই দলে রাখা হয়নি। এর আগে উদীয়মান এ ফরোয়ার্ডকে রেখেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন মার্টিনো।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগামী ৫ আগস্ট অলিম্পিক আসরের পর্দা উঠবে। মূলত, জুভেন্টাসের অনুমতি না মেলাতেই দিবালাকে পাচ্ছে না আলবিলেস্তেরা। এছাড়াও অ্যাতলেতিকো মাদ্রিদ মিডফিল্ডার মাতিয়াস ক্রানেভিতার ও এভারটন ডিফেন্ডার রামিরো ফিউনস মোরি প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন।

দিবালার অনুপস্থিতিতে অলিম্পিক মিশনে আক্রমণভাগ সামলাবেন অ্যাতলেতিকোর লুসিয়ানো ভিয়েত্তো ও অ্যাঙ্গেল কোরেয়া। দিয়েগো সিমিওনের ছেলে ২১ বছর বয়সী স্ট্রাইকার জিওভানি সিমিওনকেও ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে।

মার্টিনো সরে দাঁড়ানোয় অলিম্পিক দলের কোচ থাকবেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী জুলিও ওলার্টিকোয়েচিয়া, যিনি অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব পালন করছেন।

আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড:
গোলরক্ষক: জেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), এক্সেল ওয়ার্নার (অ্যাতলেতিকো ডি রাফায়েলা)।

ডিফেন্ডার: ভিক্টর কুয়েস্তা (ইন্ডিপেন্ডিয়েন্তে), লতারো জিয়েনেত্তি (ভেলেজ সার্সফিল্ড), জোসে লুইস গোমেজ (লানুস), লিসান্দ্রো মাগালান (বোকা জুনিয়র্স), আলেক্সিস সোতো (ব্যানফিল্ড), লিন্দ্রো ভেগা (রিভার প্লেট)।

মিডফিল্ডার: সান্তিয়াগো আসচাচিবার (এস্তুদিয়ান্তেস), জিওভানি লো সেলসো (রোসারিও সেন্ট্রাল), জোয়াকুইন কোরেয়া (সাম্পদোরিয়া), মাউরিসিও মার্টিনেজ (ইউনিয়ন ডি ‍সান্তা ফে), লুকাস রোমেরো (ক্রুজেইরো)।

ফরোয়ার্ড: অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাতলেতিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান এসপিনোজা (হুরুক্যান), ম্যানুয়েল লাঞ্জিনি (ওয়েস্ট হাম), জিওভানি সিমিওন (রিভার প্লেট), লুসিয়ানো ভিয়েত্তো (অ্যাতলেতিকো মাদ্রিদ)।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।