ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনালে যাচ্ছে কারা-ফ্রান্স না জার্মানি?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
ফাইনালে যাচ্ছে কারা-ফ্রান্স না জার্মানি? ছবি: সংগৃহীত

ঢাকা: পর্তুগালের পর ইউরোর ফাইনাল নিশ্চিতে মুখোমুখি ফ্রান্স-জার্মানি। শক্তির বিচারে কাউকেই খাটো করে দেখার উপায় নেই।

নিজেদের মাটিতে পগবা-পায়েত-জিরুদ-গ্রিজম্যানরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না! 

অন্যদিকে, বিশ্বকাপের পর ইউরোতেও চূড়ান্ত সাফল্য ক্ষুধায় জার্মানরা। ইউরোতে দীর্ঘ ২০ বছরের শিরোপা খরা কাটাতে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছে না তিনবারের চ্যাম্পিয়নরা। আর ২০০০ সালে এই ইভেন্টে দ্বিতীয় ও সবশেষ চ্যাম্পিয়ন তকমা পায় ফ্রান্স। সব মিলিয়ে ফুটবলপ্রেমীরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (০৭ জুলাই) মার্শেইয়ের ভেলোদ্রোভ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে এবারই প্রথম মুখোমুখি দুই ইউরোপিয়ান জায়ান্ট।

ইনজুরির কারণে সামি খেদিরা ও মারিও গোমেজকে পাচ্ছেন না কোচ জোয়াকিম লো। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার ম্যাটস হামেলস। তবে হাঁটুর ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরে জার্মান শিবিরে স্বস্তি এনে দিয়েছেন অধিনায়ক বাস্তিয়ান শোয়েইনস্টাইগার।

পূর্ণ ফিট স্কোয়াড সাজাতে পারছেন দিদিয়ের দেশমস। দলের ২৩ জনই সবশেষ অনুশীলন সেশনে ছিলেন। রক্ষণভাগে বার্সেলোনায় যোগ দেওয়া স্যামুয়েল উমতিতিকে রেখে দিতে পারেন তিনি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটানো আদিল রামিও শুরুর একাদশে থাকতে পারেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার এন’গোলো।

বড় কোনো টুর্নামেন্টে পঞ্চমবারের মতো মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স ও জার্মানি। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এটিই প্রথম। ১৯৫৮ ওয়ার্ল্ডকাপে প্রথম দেখায় জয় পেয়েছিল ফ্রেঞ্চরা। পরের তিনবারই (১৯৮২, ১৯৮৬, ২০১৪) জার্মানরাই শেষ হাসি হাসে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।