ঢাকা: অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন সাবেক বার্সেলোনা তারকা ভিক্টর ভালদেস। ৩৪ বছর বয়সী এ স্প্যানিশ গোলরক্ষককে দলে ভিড়িয়েছে ইংলিশ লিগের নতুন মৌসুমের নতুন ক্লাব মিডলসব্রো।
দুই বছরের চুক্তিতে ফ্রি ট্রান্সফারে মিডলসব্রোতে নাম লিখিয়েছেন ভালদেস। লুইস ফন গালের অধীনে ম্যানইউতে ভুলে থাকার মতোই সময় পার করেন তিনি। রেড ডেভিলসদের জার্সি গায়ে মাত্র দু’টি ম্যাচে তাকে মাঠে দেখা যায়। প্রসঙ্গত, সম্প্রতি ম্যানইউর কোচ পদে ডাচ কোচের স্থলাভিষিক্ত হয়েছেন হোসে মরিনহো।
গত বছরের জানুয়ারিতে ইংলিশ জায়ান্টদের সঙ্গে দেড় বছরের চুক্তি করেছিলেন ভালদেস। কিন্তু দলে জায়গা মিলছিল না তার। এর সঙ্গে যোগ হয় কোচের সঙ্গে দ্বন্দ্ব! চলতি বছরের শুরুর দিকে তাকে ছয় মাসের ধারের চুক্তিতে বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লিগে পাঠায় ম্যানইউ।
ক্লাব ফুটবলে বার্সায় ট্রফিময় ক্যারিয়ার উপভোগ করেন ভালদেস। ২০১৪ সালে ন্যু ক্যাম্প অধ্যায়ের (২০০২-২০১৪) ইতি টানেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৬
এমআরএম