ঢাকা: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বে লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স ও পর্তুগালের ফাইনাল ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছে। খেলার মাত্র ২৫ মিনিটেই দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়েছে পর্তুগিজরা।
রোববার (১০ জুলাই) প্যারিসের সেন্ট ডেনিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় খেলাটি মাঠে গড়ায়।
প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন। অন্যদিকে ফ্রান্সকে তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পরাতে একঝাঁক তারকাপূর্ণ দল নামান দিদিয়ের দেশম।
খেলার চতুর্থ মিনিটে ক্ষুরধার এক আক্রমণে যায় পর্তুগিজরা। সেদরিক সোয়ারেসের লম্বা পাস বুক দিয়ে দারুণভাবে রিসিভ করেও লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ হাতছাড়া করেন পর্তুগিজ উইঙ্গার নানি।
এরপর সপ্তম মিনিটে ব্লেইস মাতুইদির পাস থেকে বল পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অ্যান্তনি গ্রিজম্যান। তার বাঁপায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের দশ মিনিটে পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও ফরাসিদের গোলবঞ্চিত করেন। পায়েটের ক্রস থেকে উড়ে আসা বলে জোরালো হেড করেন ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুড। ঝাঁপিয়ে পড়ে তার শট রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক।
ম্যাচের ২৫ মিনিটে সমর্থকদের হতাশায় ডুবিয়ে রেখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন পর্তুগালের সেরা খোলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠভর্তি পর্তুগিজ সমর্থকরা বেদনায় নীল হয়ে ওঠেন। কোচ ফার্নান্দো সান্তোস তার বাজির ঘোড়া রোনালদোর পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামান রিকার্দো কুয়ারেসমা।
রোনালদো বিহীন পর্তুগালকে চেপে ধরে আক্রমণ শানাতে থাকে ফরাসিরা। ম্যাচের ৩৪ মিনিটে মুসা সিসোকোর দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়ে আবারো পর্তুগালের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক প্যাট্রিসিও।
খেলার ৩৪ মিনিটেই দিমিত্রি পায়েটকে অবৈধভাবে ফাউল করায় ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন সেদ্রিক সোয়ারেস।
রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকা পর্তুগিজরা পাল্টা আক্রমণে গোল করার সুযোগ পায় ৩৯ মিনিটে। ডিবক্সের ভেতর থেকে হেড করে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেননি হোসে ফন্তে। তার হেড লক্ষ্যভ্রষ্ট হলে বিরতির আগে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ বঞ্চিত হয় পর্তুগাল।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
আইএ/এমজেএফ/