ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইউরো ফাইনালের দর্শক হলো পোকারাও!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
ইউরো ফাইনালের দর্শক হলো পোকারাও! ছবি: পোকা তাড়াচ্ছেন স্টেডিয়াম কর্মচারীদের একজন

ঢাকা: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হাজারো দর্শকের পাশাপাশি দর্শক হিসেবে ছিল পোকারাও। তাদের সংখ্যাও কিন্তু মানুষের তুলনায় কম নয়।

খেলা শুরুর আগে থেকেই তারা মাঠে এসে হাজির! আর এতেই বিব্রত আয়োজকরা, তাদের একটি দল (আয়োজক কর্তৃপক্ষ) ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে পোকা তাড়াতে হন্তদন্ত শুরু করেন।

এই পোকা জামায় ঢুকেছে মাঠের সাইড লাইনে দাঁড়ানো পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসেরও। তবে শেষ পর্যন্ত আয়োজকদের দ্রুত ব্যবস্থায় দমন করা গেছে পোকা। এ জন্য স্প্রেসহ ব্যবহার করা হয়েছে বেলচা।

রোববার (১০ জুলাই) দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের সেন্ট ডেনিসে ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে স্বাগতিকদের মুখোমুখি হয় পর্তুগাল।

স্টেডিয়ামের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ফ্লাড-লাইটের আলোর কারণে পোকার উদ্ভব হয়েছে। তবে এগুলো দূর করা কোনো ব্যাপার নয়, এ জন্য বেশি সময়ও লাগেনি। আর ঠিক সময়েই খেলা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
আইএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।