ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

শুরু হলো মামুনুলদের অনুশীলন ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
শুরু হলো মামুনুলদের অনুশীলন ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: আগামী ০৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ প্লে অফ-২ এর প্রথম লেগের ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১২ জুলাই) থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প।



অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রিপোর্ট করতে বলা হয় জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ৩২ জন ফুটবলারকে।

তবে এই ৩২ জনের মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে স্বশরীরে হাজির হতে পারেননি নাবীব নেওয়াজ জীবন ও শাহেদুল আলম শাহেদ। আর মোনায়েম খান রাজু উপস্থিত ছিলেন না ব্যক্তিগত কারণে। তবে তারা মুঠোফোনে রিপোর্ট করেছেন বলে নিশ্চিত করেন দলীয় ম্যানেজার সত্যজিত দাস রুপু।

মঙ্গলবার (১২) জুলাই সকাল সাড়ে ১১টায় ফুটবলাররা বাফুফেতে হাজির হয়ে রিপোর্ট করেন। পাঁচদিন ক্যাম্প করাবেন নতুন কোচ টম সেইন্টফিত। এরপর খেলোয়াড়রা চলে যাবেন নিজ নিজ ক্লাবে। চট্টগ্রামে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে অংশ নেবেন তারা।

এর আগে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্লে-অফের প্রথম ধাপে তাজিকিস্তানের কাছে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটিতেই হার মানে মামনুল বাহিনী।

প্রাথমিক স্কোয়াডের ৩২ ফুটবলার:
রাসেল মাহমুদ লিটন, মো: শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মো: রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মন, ইয়ামিন আহমেদ চৌধুরী, মো: মামুন মিয়া, মো: শাকিল আহমেদ, মো: আরিফুল ইসলাম, মো: রেজাউল করিম, প্রাণতোষ কুমার দাস, জাফর ইকবাল, মো: ওয়ালী ফয়সাল, জামাল ভুঁইয়া, মো: মামুনুল ইসলাম, সোহেল রানা, মো: মোনায়েম খান, শহিদুল আলম শহিদ, মো:  শাহেদুল আলম শাহেদ, মাশুক মিয়া জনি, মো: ইমন আহমদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কাওসার আলী রাব্বি, তৌহিদুল আলম, মো: আব্দুল্লাহ, মো: জুয়েল রানা, রুবেল মিয়া, মো: জাহিদ হোসেন, নাবিব নেওয়াজ জীবন ও সৈয়দ রাশেদ তুর্য।

হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এই ম্যাচের দ্বিতীয়টি অর্থাত অ্যাওয়ে ম্যাচটি হবে ১১ অক্টোবর, ভুটানে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ১২ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।