ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ইউরো জয়ী রোনালদোদের সংবর্ধনা দিল লিসবন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ইউরো জয়ী রোনালদোদের সংবর্ধনা দিল লিসবন

ঢাকা: এ উদযাপন যেন শেষ হবার নয়। হবেই বা কেন? পর্তুগালের ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা জিতলো দলটি।

ফলে প্যারিস থেকে ফিরে নিজ শহর লিসবনেও সংবর্ধনা পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

ইউরোর ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে শিরোপা উৎসবে মাতে পর্তুগাল। অতিরিক্ত সময়ে এডারের গোলে জিতে আসরে চমক দেখায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

এর আগে ২০০৪ সালে ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিলো লুইস ফিগোদের। সেবার ফেভারিট হয়েও গ্রিসের কাছে হেরে বসে পর্তুগিজরা। তবে এবারের আসরে শেষ পর্যন্ত ট্রফিতে চুমু খায় দলটি।

সোমবার (১১ জুলাই) শিরোপা জিতে দেশে ফেরে পর্তুগাল। আর দেশে ফিরেই একের পর এক অভ্যর্থনা পেতে থাকেন রোনালদো-ন্যানিরা। তাদের বিমান মাটিতে নামার সঙ্গে সঙ্গেই লাল ও সবুজ পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়। পরে লিসবনে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে সংবর্ধনা জানায় দলটিকে। এর পর খোলা বাসে দলের ফুটবলাররা পুরো শহর ঘুরে বেড়ান।

পর্তুগালের ইউরো ২০১৬ মিশন:

গ্রুপ পর্ব: পর্তুগাল ১-১ আইসল্যান্ড।
গ্রুপ পর্ব: পর্তুগাল ০-০ অস্ট্রিয়া।
গ্রুপ পর্ব: হাঙ্গেরি ৩-৩ পর্তুগাল।

শেষ ষোলো রাউন্ড: ক্রোয়েশিয়া ০-১ পর্তুগাল (অতিরিক্ত সময়ে)।

কোয়ার্টার-ফাইনাল: পোল্যান্ড ১-১ পর্তুগাল (পর্তুগাল ৩-৫ গোলে পেনাল্টিতে জয়ী)।

সেমিফাইনাল: পর্তুগাল ২-০ ওয়েলস।

ফাইনাল: পর্তুগাল ১-০ ফ্রান্স (অতিরিক্ত সময়ে)।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।