ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

মেনোত্তিও বলছেন মেসি ফিরবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
মেনোত্তিও বলছেন মেসি ফিরবেন ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ী কোচ সিজার মেনোত্তির বিশ্বাস, আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন লিওনেল মেসি। এর আগে উত্তরসূরিকে ফেরাতে স্বয়ং মাঠে ‍নামেন দিয়েগো ম্যারাডোনা।

অন্যান্য ক্রীড়াব্যক্তিত্ব থেকে শুরু করে সাবেক ও বর্তমান ফুটবল তারকারা মেসিকে ফেরার আহবান জানিয়ে আসছেন।

শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে হেরে আর্জেন্টিনার জার্সি গায়ে চতুর্থবারের মতো শিরোপা নির্ধারণী ম্যাচে স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন মেসি। যুক্তরাষ্টের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে ন্যাশনাল টিমে না ফেরার ঘোষণা দিয়ে বসেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

কিন্তু, সাবেক বার্সেলোনা কোচ মেনোত্তি আত্মবিশ্বাসী যে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন মেসি। ‘স্পোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসির অবসরের বিষয়ে মতামত দেওয়াটা খুব কঠিন। এমন একটা সময় আসবে যখন ন্যাশনাল টিম থেকে অনুপ্রেরণা হারিয়ে যাবে। ’

‘হাজারো কারণে তা আমি ব্যাখ্যা করতে পারছি না। তার সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। অনেক কিছুতেই সে অভিজ্ঞতা নিয়েছে। আমার বিশ্বাস, দল পরাজয়ের মধ্য দিয়ে গেলে মেসি তার মন পরিবর্তন করবে। ’-যোগ করেন ৭৭ বছর বয়সী মেনোত্তি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমআরএম

** 
নিলামে উঠছে মেসির পেনাল্টি মিসের ‘অভিশপ্ত’ বল
** মেসির সঙ্গে আর্জেন্টাইন প্রেসিডেন্টের আলাপ
** মেসির চোখের জলে ব্যথিত রোনালদো
** ব্রাজিলের বিপক্ষে ফিরছেন মেসি
** ‘মেসি আর্জেন্টিনার জন্য ঈশ্বরের দান’
** মেসিকে ফেরাতে বুয়েন্স এইরেসে মানুষের ঢল

** মেসির বিদায়ে চটেছেন তেভেজ
** মেসির জন্য রোনালদোর আকুতি
** মেসিকে একা থাকতে দাও: ম্যারাডোনা
** মেসির সম্মানে বুয়েন্স আইরেসে মূর্তি উন্মোচন
** সিদ্ধান্ত বদলাবেন মেসি, বললেন সুয়ারেজ
** মেসিকে ফেরাতে রাস্তায় নামছে লাখো সমর্থক
** পেনাল্টি ‘নির্দয়’, মেসির প্রতি ব্রাজিল কোচের সমবেদনা
** মেসিকে ফেরাতে ম্যারাডোনা ও আর্জেন্টাইন প্রেসিডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।