ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

মেসিদের দেখে ভয় পেয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
মেসিদের দেখে ভয় পেয়েছিলেন নেইমার লিওনেল মেসি ও নেইমার-ছবি:সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো ইউরোপের ক্লাবে খেলতে এসেছিলেন নেইমার। তাও আবার বার্সেলোনার মতো জায়ান্ট ক্লাবে।

তাই বার্সায় অভিষেকের সময় লিওনেল মেসি ও ক্লাব সতীর্থদের দেখে কিছুটা ভয় পেয়েছিলেন ব্রাজিল স্ট্রাইকার।

 

২০১৩ সালে নিজ দেশের ক্লাব সান্তোস ছেড়ে বার্সায় পাড়ি দেন নেইমার। তবে এই ক্লাবে এসে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিলো তার। কিন্তু এ ব্যাপারে তাকে সর্বাত্মক সহায়তা করেছিলেন জাতীয় দল সতীর্থ দানি আলভেজ।

নেইমার বলেন, ‘আসলে বার্সেলোনায় নিজের প্রথম ম্যাচের আগে আমি যখন মেসিকে দেখেছিলাম, তখন কিছুটা ভয় পেয়েছিলাম। ’

তিনি আরও বলেন, ‘ড্রেসিং রুমে যাওয়া পর দেখলাম মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে ও আলভেজকে। তারা সবাই আমার আইডল। আমি একটা প্লে-স্টেশনে এসেছিলাম। যেখানে আমার শুরুটা খানিক কঠিন ছিল। ’

নেইমার আরও যোগ করেন, ‘সে সময় আলভেজ আমাকে বেশ সহায়তা করেছিল। আর আমার আজকের এই পর্যায়ে থাকার পেছনেও তার অবদান রয়েছে। সে আমার জন্যও প্রচুর করেছে। ’

নেইমার বর্তমানে ঘরের মাঠে রিও অলিম্পিকে খেলার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। নিজ দেশের এই আসরটির জন্য তাকে কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টে মাঠের বাইরে থাকতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।