ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

সেরা চারের লক্ষ্য মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
সেরা চারের লক্ষ্য মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এবারের আসরে পয়েন্ট টেবিলে সেরা চারের মধ্যে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযোদ্ধা সংসদের কোচ আব্দুল কাইয়ুম সেন্টু ও ব্রাদার্স ইউনিয়নের কোচ বালগোপাল মহার্জন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে বাফুফে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্লাব পরিচিতি অনুষ্ঠানে নিজেদের প্রত্যাশার কথা জানাতে গিয়ে এমনটি বলেন দুই ক্লাবের দুই কোচ।

এবারের প্রিমিয়ার লিগে নিজেদের প্রত্যাশার কথা জানাতে মুক্তিযোদ্ধা কোচ জানান, আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে যে দল গঠন করেছি তাতে আমি সন্তুষ্ট। আমার খেলোয়াড়রা সবাই ভালো ও মাঠে তারা নিজেদের সেরা খেলাটিই খেলবে। সদ্য সমাপ্ত ফেডারেশন কাপ ফুটবলে তারা যে পারফর্ম করেছে, আশা করছি প্রিমিয়ার লিগে সেটা ধরে রাখবে।

আর অধিনায়কের বক্তব্যে সায়েদুল হক জানান, আমাদের দলটি একেবারেই তরুণ। তাপরেও চেষ্টা করবো নিজেদের শতভাগ দিয়ে খেলতে।

এদিকে ব্রাদার্স ইউনিয়নের প্রত্যাশার কথা জানাতে গিয়ে দলের ম্যানেজার আমের খান জানান, এবারর প্রিমিয়ার লিগটি নতুন আঙ্গিকে হচ্ছে, তাই আমি বেশ রোমাঞ্চিত। যেহেতু জেলায় জেলায় ঘুরে খেলা হবে তাই আমি দলের পারফরমেন্স নিয়েই বেশি ভাবছি। তবে দলের সবাই যদি ভালো খেলে তাহলে চ্যাম্পিয়নের দৌঁড়ে থাকাটা কঠিন হবে না।

দলের কোচ বালগোপাল মহার্জন জানান, আমি আমার দল নিয়ে খুবই খুশি। আশা করছি আমার দল মাঠে তাদের সেরা খেলাটিই খেলবে। তবে এবারের লিগের ম্যাচগুলো যেহেতু দেশের ভিন্ন সাতটি স্টেডিয়ামে হবে, তাই আগে থেকেই ফলাফল সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে আমরা সেরা চারে থাকতে চেষ্টা করবো।

আর অধিনায়কের বক্তব্যে ইবায়েদ হোসেন কমল জানালেন, আশা করি আমরা ভাল খেলা উপহার দিতে পারবো। কেননা সিনিয়র ও জুনিয়রদের সমন্বয়ে আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণই মনে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।