ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

বেগুনি রঙের জার্সিতে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
বেগুনি রঙের জার্সিতে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো বার্সেলোনার ঐতিহ্যবাহী হোম জার্সির লাল ও নীল রঙ একসঙ্গে মিশে গেল! ২০১৬-১৭ মৌসুমের জন্য এমনই এক উজ্জ্বল বেগুনি রঙের অ্যাওয়ে জার্সির ছবি প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

 

নতুন অ্যাওয়ে জার্সির সঙ্গে থাকছে গোলাপি রঙের বুট ও মোজা।

বরাবরের মতোই ডানদিকে স্পন্সর প্রতিষ্ঠান নাইকি ও বাম পাশে ক্লাবের লোগো রাখা হয়েছে। ভি-নেক কলারের পেছন দিকে ও জার্সির দু’পাশে লম্বাকৃতির গোলাপি রঙের স্ট্রাইপ রাখায় এর সৌন্দর্য্যেও যুক্ত হয়ে বাড়তি মাত্রা।

নতুন জার্সি নিয়ে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার ভাষ্য, ‘ঐতিহ্যবাহী লাল ও নীল রঙের মিশ্রণ জার্সিতে নতুনত্ব এনেছে ও আকর্ষণীয় করেছে। নতুন প্রযুক্তিকে ধন্যবাদ। এটি পরে নিজেদের অনেক চটপটে ও ফাস্ট মনে হচ্ছে। ’

প্রসঙ্গত, আগামী ২১ অাগস্ট লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠবে। তবে এখনো বিস্তারিত সূচি ঘোষণা করেনি লিগ কর্তৃপক্ষ। ১৫ জুলাই তা প্রকাশিত হলেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ও রিয়াল ‍মাদ্রিদের মধ্যকার দু’টি ‘এল ক্লাসিকো’র দিনক্ষণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।