ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা ধরে রাখাই শেখ জামালের লক্ষ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
শিরোপা ধরে রাখাই শেখ জামালের লক্ষ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারের আসরেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু দলে অভিজ্ঞ প্লেয়ারের সংকট।

তারপরেও শিরোপা স্বপ্ন দেখতে এতটুকু ভয় পাচ্ছেন না দলটির কোচ শফিকুল হক মানিক।

বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ক্লাব পরিচিতি অনুষ্ঠানে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

শফিকুল হক বলেন, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও আমরা এই মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ভাল করতে পারিনি। তাছাড়া প্রিমিয়ার লিগকে সামনে রেখে আমাদের প্রস্তুতিটাও ভালো হয়নি। আমাদের প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি আছে। কারণ আমাদের খেলোয়াড় সংকট আছে। আপনারা দেখেছেন যে দলের আটজন অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই আমরা আগের দুই টুর্নামেন্ট খেলেছি। প্রিমিয়ার লিগেও দলের চেহারা একই রকম থাকবে। তারপরেও শেষ মুহূর্তে কিছু নবীন খেলোয়াড় আমাদের দলে যু্ক্ত হয়েছে। আমি আশা করছি, নতুনদের নিয়েই আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারবো এবং চ্যাম্পিয়নের লড়াইয়ে ফাইট দেব। ’

অধিনায়ক ইয়াসিন খানের অভিমত, ‘প্লেয়ারদের মোটিভেশন থাকলে ভালো ফলাফল করা কঠিন নয়। তাই আশা করছি প্রিমিয়ার লিগে আমরা ভাল কিছু করতে পারবো। তবে প্লেয়ার সংকট তাই বাস্তবতা কিছুটা কঠিন হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করবো শিরোপা ধরে রাখতে। ’

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দু’বারসহ মোট তিনবার শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।