ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টাইন তরুণ ভিয়েত্তোকে দলে ভেড়াচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আর্জেন্টাইন তরুণ ভিয়েত্তোকে দলে ভেড়াচ্ছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুম সামনে রেখে দলের রক্ষণভাগ শক্তিশালী করছে বার্সেলোনা। ইতোমধ্যেই ফ্রান্সের দুই তরুণ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও লুকাস ডিগনিকে দলে ভিড়িয়েছে কাতালানরা।

এবার লক্ষ্য অাক্রমণভাগে! আর্জেন্টাইন উদীয়মান স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তোর দিকে দৃষ্টি স্প্যানিশ জায়ান্টদের।

 

স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডট কম বলছে, ভিয়েত্তোকে পেতে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে মৌখিক সম্মতিতে পৌঁছেছে বার্সা। এখন লিখিত চুক্তি সম্পন্নের অপেক্ষা। সেটি ধারের ভিত্তিতেও হতে পারে। শেষ পর্যন্ত সম্ভাবনাময় এ তরুণ ফরোয়ার্ডকে অ্যাতলেতিকো ছাড়বে কিনা সেটিই এখন দেখার বিষয়।

বলা বাহুল্য, ব্রাজিলে অনুষ্ঠেয় অলিম্পিক (৫ আগস্ট শুরু) মিশনে আর্জেন্টিনা স্কোয়াডে আছেন ভিয়েত্তো। এখনো সিনিয়র টিমে তার অভিষেক হয়নি। তিন বছর আগে দক্ষিণ আমেরিকান যুব ফুটবল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২০ দলের হয়ে তিনি চার ম্যাচে দু’টি গোল করেছিলেন।

বার্সায় যোগ দিলে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের উপযুক্ত ব্যাকআপ হবেন ভিয়েত্তো। গত মৌসুমে ভিয়ারিয়াল থেকে ‍অ্যাতলেতিকোয় যোগ দেন ২২ বছর বয়সী এ স্ট্রাইকার। দিয়েগো সিমিওন অবশ্য স্বদেশী তরুণকে নিয়মিত মাঠে নামাননি। সব মিলিয়ে ২৮ ম্যাচে তিনবার গোলের দেখা পান।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এমআরএম

**
লুকাস ডিগনেকে দলে ভেড়ালো বার্সা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।