ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামী ২৭ আগস্ট থেকে ০৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব-২০১৭’ এর  খেলা। ২৭ আগস্ট বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ইরানের বিপক্ষে।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

শুক্রবার (১৫ জুলাই) বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে বাফুফে। এর আগে গত মে মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্রুপিংয়ের লটারি অনুষ্ঠিত হয়।

গ্রুপ ‘সি’ এর বাছাইপর্বে প্রতিদিন মাঠে গড়াবে তিনটি করে ম্যাচ। সবগুলো ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। গ্রুপটিতে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে চাইনিজ তাইপে, আরব আমিরাত, ইরান, কিরগিস্তান ও সিঙ্গাপুর।

২৯ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ৩১ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিস্তান। চাইনিজ তাইপের বিপক্ষে স্বাগতিকদের লড়াই ০৩ সেপ্টেম্বর। ০৫ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে আরব আমিরাতের বিপক্ষে।

বাছাইপর্বে অংশ নিতে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বাফুফে ভবনের অ্যাস্টো টার্ফে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে নিয়মিত অনুশীলন করছে মারিয়া-সানজিদারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৫ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।