ঢাকা: পোল্যান্ডের বিপক্ষে জারদান শাকিরির দুর্দান্ত অ্যাক্রোব্যাটিক গোল (বাই-সাইকেল গোল) কিংবা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বিস্ময়কর ব্যাকহিল ফ্লিক নয়, ইউরোর সেরা গোলের পুরস্কার জিতে নিয়েছেন হাঙ্গেরির মিডফিল্ডার জোলতান গেরা। তবে, তার গোলকে সেরা গোল মেনে নিতে পারছেন না সুইজারল্যান্ডের তারকা স্ট্রাইকার শাকিরি।
ইউরোতে তিন গোল করা এবং তিন গোল করানো পর্তুগিজ অধিনায়ক রোনালদোকে টেক্কা দিয়ে সেরা গোলের পুরস্কারটি জিতে নেন গেরা। এক্ষেত্রে ৩২ শতাংশ ভোট পেয়ে রিয়াল মাদ্রিদ তারকাকে পেছনে ফেলেন হাঙ্গেরির এই মিডফিল্ডার।
ইউরো চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগালের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ১৯ মিনিটে বুক দিয়ে বল নামিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেছিলেন ৩৭ বছর বয়সী গেরা। আর এই গোলটিকেই ইউরোর সেরা হিসেবে বেছে নেন ভোটিংয়ে অংশ নেওয়া ফুটবলপ্রেমীরা।
সেমিফাইনালে ওয়েলসকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে রোনালদোর হেড দিয়ে করা গোলটি ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকে। আর ২৩ শতাংশ ভোট নিয়ে সুইজারল্যান্ডের জারদান শাকিরির গোলটি হয়েছে তৃতীয়।
এছাড়া, ফাইনালে স্বাগতিক ফ্রান্সের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে পর্তুগালকে প্রথম বড় কোনো শিরোপার স্বাদ পাইয়ে দেওয়া এডেরের গোলটি ১৬ শতাংশ ভোট পেয়ে হয়েছে চতুর্থ। আর পাঁচ শতাংশ ভোট নিয়ে পঞ্চম হয়েছে বেলজিয়ামের বিপক্ষে ওয়েলসের মিডফিল্ডার হ্যাল রবসন-কানুর গোলটি।
আর সব ঠিক থাকলেও ভোটিংয়ে গেরার গোলটিকে সেরা গোল মেনে নিতে নারাজ শাকিরি। তিনি জানান, ‘আমার গোলটি সেরা গোল বলে নির্বাচিত হয়নি বলে খুব একটা হতাশ নই। কিন্তু, আমার মতো সকলেই জানে আমার গোলটিই ছিল এবারের আসরের দুর্দান্ত গোল। আর এমন লক্ষ্যভেদ করা গোলটি সত্যিই সুন্দর ছিল।
শাকিরি আরও যোগ করেন, ‘কিছু জিনিস আসলেই দুর্দান্ত ভোটিংয়ের ফলাফলের চেয়ে। সমস্ত হাঙ্গেরিয়ানরা গেরাকে ভোট দিয়েছেন। তাই তার গোলটিই সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। ’
এদিকে, উয়েফার টেকনিক্যাল কমিটি শাকিরির গোলটিকে সেরা গোল হিসেবে মর্যাদা দিয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এমআরপি