ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

নতুন তিন দল অংশ নেবে লা লিগায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
নতুন তিন দল অংশ নেবে লা লিগায়

ঢাকা: আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম। ২০ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে ২০১৬-১৭ মৌসুম।

যেখানে গত আসরের ১৭টি দলই এবারের আসরে অংশ নেবে। রেলিগেশনের নিয়মে গত মৌসুমের তিনটি দলের অবনমন হয়েছে। আর এবারের মৌসুমে নতুন তিনটি দল খেলার সুযোগ পাচ্ছে।

 

২০১৫-১৬ মৌসুমে লা লিগা থেকে বাদ পড়েছে রায়ো ভায়োকানো, গেটাফে আর লেভান্তে। তাদের পরিবর্তে লা লিগায় স্থান করে নিয়েছে দেপোর্তিভো আলাভেস, সিডি লিগানেস এবং ওসাসুনা।

২০১৫-১৬ মৌসুমে সেগুন্দা ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে লা লিগায় উত্তীর্ণ হয়েছে আলাভেস। দশ বছর পর তারা লা লিগায় খেলার সুযোগ পেয়েছে। গত ২৯ মে নুমানসিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে লা লিগায় প্রমোশন পায় দলটি। তবে, গত ২১ জুন দলটির প্রধান কোচের চাকরি হারাতে হয় স্প্যানিশ কোচ জোসে বরদালাসকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আর্জেন্টাইন কোচ মাউরিসিও পেল্লেগ্রিনো। তার অধীনেই এবার লা লিগায় লড়বে আলাভেস। দলটির অধিনায়কত্ব করবেন স্প্যানিস ফুটবলার মানু গার্সিয়া।

এদিকে, সেগুন্দা ডিভিশনে রানারআপ হয়ে দ্বিতীয় দল হিসেবে লা লিগায় নাম লেখায় লিগানেস। গত ০৪ জুন মিরানদেসের বিপক্ষে সবশেষ ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে লা লিগায় প্রমোশন পায় দলটি। এবারই তারা প্রথমবারের মতো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে। দলটির কোচের দায়িত্বে রয়েছেন স্পেনের আজিয়ার গারিতানো। আর সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলার সুযোগ পেয়ে দলটিকে নেতৃত্ব দেবেন আর্জেন্টাইন সেন্টারব্যাক মার্টিন মানতোভানি।

এছাড়া, তৃতীয় দল হিসেবে লা লিগায় সুযোগ পেয়েছে ওসাসুনা। প্লে-অফ ম্যাচে তারাগোনা আর গিরোনার বিপক্ষে জয় তুলে নিয়ে দলটি সুযোগ করে নেয় লা লিগায়। দুই বছর পর লা লিগায় ফিরেছে স্প্যানিশ কোচ এনরিক মার্টিনের শিষ্যরা। দলটিকে এবার নেতৃত্ব দেবেন স্প্যানিশ ফুটবলার মিগুয়েল ফ্লানো।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।