ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস রচনা করতে চাইছে চট্টগ্রাম আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
ইতিহাস রচনা করতে চাইছে চট্টগ্রাম আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: স্বাধীনতা কাপ ফুটবলে শিরোপা জিতে প্রথমবারের মতো ঘরোয়া কোনো ফুটবলের শিরোপা জয়ের গৌরব লাভ করেছিল চট্টগ্রাম আবাহনী। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেও দলটি চাইছে আরেকটি ইতিহাস রচনা করতে।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে চট্টগ্রাম আবাহনীর এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির অধিনায়ক মামুনুল ইসলাম।

শনিবার (১৬ জুলাই) বাফুফে সম্মেলন কক্ষে প্রিমিয়ার লিগ পরিচিতি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি বলেন, প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া সহজ হবে না। কারণ লিগে চারটি দল আছে যারা চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে থাকবে। ঢাকা আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল ও ঢাকা মোহামেডান এই চারটি দল শিরোপার দাবী জানাবে।

তবে একটি বিষয় বেশ দৃঢ়ভাবেই বিশ্বাস করেন মামুনুল। তার বিশ্বাস যারা ভালো খেলবে, তারাই লিগে ভালো ফলাফল করবে। সে অনুযায়ী তিনিও আশা করছেন ভালো ফুটবল খেলে ভালো ফলাফলের। আর সেই কাজটি যদি করতে পারেন তাহলে আরও একটি ইতিহাসও রচনার কাজ তাদের জন্য কঠিন হবে না বলে মত তার, ‘চেষ্টা করবো চট্টগ্রাম আবাহনী যেন আরেকটা ইতিহাস গড়তে পারে। ’

এদিকে স্বাধীনতা কাপ ফুটবলে মামুনুলরা শিরোপা জিতলেও ফেডারেশন কাপে বিদায় নিয়েছিলেন গ্রুপপর্ব থেকেই। আর ফেডারেশন কাপে গ্রুপপর্ব থেকে বিদায়ের কষ্টটিই নাকি প্রিমিয়ার লিগে ফুটবলে তাদের ভালো কিছু করার প্রেরণা যোগাবে।

তবে মামুনুল চ্যাম্পিয়ন হওয়ার কাজটি সহজ মনে না করলেও দলটির ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী জানান, তার দল চ্যাম্পিয়ন হতেই খেলবে। পাশাপাশি আরও জানান, ফেডারেশন কাপে গ্রুপপর্ব থেকে বিদায়ের কষ্টও, ‘ফেডারেশন কাপে আমরা কাঙ্খিত ফলাফল পাইনি। চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হতেই দল গঠন করেছে। এবারও আমরা চ্যাম্পিয়ন হতেই খেলবো। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী সর্বোচ্চ চেষ্টাটাই করবে। আমরা আশা করছি সব কিছু ঠিক মতো চললে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ’

২৫ জুলাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের প্রিমিয়ার লিগ যাত্রা শুরু করবে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।