ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

তালায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
তালায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রায়পুর ফুটবল একাদশকে এক গোলে পরাজিত করে হরিহরনগর ফুটবল একাদশ জয়ী হয়েছেন।

শনিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

রায়পুর গণগ্রন্থাগারের আয়োজনে ফাইনাল খেলায় রায়পুর ফুটবল একাদশ ও হরিহরনগর ফুটবল একাদশ অংশ নেয়।

ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেন।

সেখানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি ও সদর  ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেরসা  ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, খলিলনগর ইউপি যুবলীগ সম্পাদক গোলদার মিজানুর রহমান ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দীন প্রমুখ।

খেলায় বিজয়ী দলকে ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও পরাজিত দলকে ১৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন দেওয়া হয়।

প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সৌজন্যে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার প্রদান করেন- সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক গাজী মোমিন উদ্দীন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।