ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো-বেলকে ছাড়াই রিয়ালের প্রাক মৌসুম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
রোনালদো-বেলকে ছাড়াই রিয়ালের প্রাক মৌসুম

ঢাকা: গতবারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম শুরু হচ্ছে ২৫ ফুটবলারকে দিয়ে। প্রাক মৌসুমে কানাডায় খেলতে যাচ্ছেন রিয়ালের এই ফুটবলাররা।

রিয়াল তারকাদের নিয়ে কানাডার মন্ট্রিয়ালে উড়বে স্প্যানিশ জায়ান্ট দলটি।

প্রাক মৌসুমের দলের সঙ্গে খেলতে যাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ, টনি ক্রুস, সার্জিও রামোস, পেপে, ভাজকুয়েজদের মতো তারকারা। তবে, দলের সঙ্গে উড়াল দেবেন করিম বেনজেমা, কেইলর নাভাস, মার্টিন ওদেগার্ডরা।

উয়েফা সুপার কাপের আসরে সেভিয়ার বিপক্ষে লড়বে রিয়াল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ০৯ আগস্ট। তবে, এর আগেই স্প্যানিশ জায়ান্টদের পরীক্ষা দিতে হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন, ইংলিশ ফেভারিট চেলসি আর জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

প্রাক মৌসুমে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে মুখোমুখি হচ্ছে চারটি লিগের চার জায়ান্টরা। আগামী ২৭ জুলাই পিএসজির বিপক্ষে লড়বে রিয়াল। ৩০ জুলাই তাদের পরের ম্যাচটি চেলসির বিপক্ষে। আর ০৩ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন।

রিয়াল স্কোয়াড:
গোলরক্ষক: কেইলর নাভাস, ক্যাসিয়া, রুবেন, অ্যালেক্স এবং লুকা।
ডিফেন্ডার: রাফায়েল ভারানে, দানিলো, কারভাহাল, মার্সেলো, নাচো, লেইনহার্ট, তেজেরো এবং আশরাফ।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ইসকো, কোভাচিচ, লোরেন্তে, অ্যাসেনসিও, ওদেগার্ড, এনজো এবং ফেবাস।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, জেসে, মেয়োরাল এবং মারিয়ানো।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।