ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

শিষ্যদের পারফর্মে তুষ্ট কোচ সেইন্টফিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
শিষ্যদের পারফর্মে তুষ্ট কোচ সেইন্টফিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: সেপ্টেম্বর ও অক্টোবরে ভুটানের সঙ্গে এএফসি এশিয়ান কাপ প্লে অফ-২ এর দুই ম্যাচকে সামনে রেখে গেল ১২ জুলাই থেকে ৬ দিনের অনুশীলন শুরু করেছিলেন বাংলাদেশ ফুটবলে নতুন নিয়োগ পাওয়া বেলজিয়ান কোচ টম সেইণ্টফিট।

 

রোববার (১৭ জুলাই) মামুনুলদের সাথে শেষ হলো তার প্রাথমিক অনুশীলন পর্ব।

আর স্বল্প সময়ের এই অনুশীলন শেষে শিষ্যদের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন সেইন্টফিট।

রোববার (১৭ জুলাই) ছয় দিনের অনুশীলন শেষে কোচ জানান, ‘গত ছ’দিন আমি ছেলেদের সঙ্গে বেশ অতপ্রোতভাবেই ছিলাম। আমি তাদের অনুশীলন ও প্রতিশ্রুতি দেখে সন্তুষ্ট। আমি সত্যিই দিনগুলোকে বেশ ভালোই উপভোগ করেছি। গেল ছ’দিনে আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ মানসম্পন্ন প্লেয়ার আছে। ’

এই ক’দিনের অনুশীলনে কোচ দেখেছেন প্লেয়ারদের ফিটনেস এখন পর্যন্ত আপ টু দ্য মার্ক না। তবে লিগ শুরু হলে তারা তাদের ফিটনেস পুরোপুরি ফিরে পাবেন বলে জাতীয় দলের এই বেলজিয়ান কোচ বিশ্বাস করেন।

শুধু ফিটনেসের এই ব্যাপারটি বাদ দিলে যে ২৮ জন প্লেয়ার নিয়ে তিনি অনুশীলন করেছেন তাদের সবার কাজের প্রতি একাগ্রতাও কোচকে মুগ্ধ করেছে।

বাফুফের সঙ্গে চুক্তি নিয়ে কথা হয়েছে কি না, এমন প্রশ্নে নতুন এই কোচ জানান, ‘না। আমি এই ক’দিন ছেলেদের সঙ্গে অনুশীলন নিয়েই ব্যস্ত ছিলাম। আমি দলের টেকনিক্যাল বিষয়গুলো বেশ মনোযোগ দিয়ে দেখেছি এবং তাদের পারফরমেন্স বিশ্লেষণ করতে চেষ্টা করেছি। আপাতত অনুশীলন শেষ। তাই এখন কথা বলার সময় এসেছে বলে আমি মনে করি। ’

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ১৭ ‍জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।