ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ছয় সপ্তাহ মাঠের বাইরে রোবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
ছয় সপ্তাহ মাঠের বাইরে রোবেন আরিয়েন রোবেন (ডানে)/ছবি: সংগৃহীত

ঢাকা: বুন্দেসলিগায় নতুন মৌসুম শুরুর আগেই ছিটকে গেলেন আরিয়েন রোবেন। পায়ের ইনজুরির কারণে বায়ার্ন মিউনিখ তারকাকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে।

প্রাক মৌসুম প্রস্তুতিতে পুঁচকে জার্মান ক্লাব লিপসট্যাডের বিপক্ষে ৪-৩ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচে ইনজুরি আক্রান্ত হন রোবেন। প্রথমার্ধেই মাঠ ছাড়ার আগে একটি গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন ৩২ বছর বয়সী এ ডাচ উইঙ্গার। এটি ছিল বাভারিয়ানদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম ম্যাচ।

অফিসিয়াল বিবৃতিতে রোবেনের লম্বা সময় মাঠের বাইরে থাকার কথা নিশ্চিত করে বায়ার্ন, ‘ক্লাবের মেডিকেল ইউনিট রোবেনের ডান পায়ের ইনজুরি পরীক্ষা করে দেখেছে। আনুমানিক ছয় সপ্তাহের জন্য তাকে সাইডলাইনে থাকতে হবে। ’

ইনজুরির কারণে বায়ার্নের হয়ে প্রাক মৌসুম অভিযান শেষ রোবেনের। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জার্মান সুপার কাপ (১৪ আগস্ট) ও ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে (২৬ আগস্ট) মৌসুমের প্রথম লিগ ম্যাচেও তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। বাংলাদেশ সময় অনুযায়ী দু’টি ম্যাচই দিবাগত রাত সাড়ে ১২টায় শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৫-১৬ মৌসুমে ইনজুরি ও ফিটনেস সমস্যায় মাত্র ১৫টি লিগ ম্যাচে মাঠে ছিলেন রোবেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।