ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

মেসি এখনও বিশ্বসেরা: রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
মেসি এখনও বিশ্বসেরা: রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার হয়ে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা না জিতলেও লিওনেল মেসি এখনও বিশ্বের সেরা খেলোয়াড়। তার সাবেক ক্লাব সতীর্থ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর দাবিটা এমনই।

চিলির বিপক্ষে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে হেরে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন মেসি। এই টুর্নামেন্টেই আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (৫৫) আসনে বসেন বার্সেলোনার প্রাণভোমরা।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী তিনটি কোপা আমেরিকা ও ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেন। কিন্তু ‍চারবারই স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন মেসি।

অন্যদিকে, ‍ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর এ তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো জয়ের উল্লাসে মাতেন। দু’জনের মধ্যে কে বিশ্বসেরা সে বিতর্কও এখন তুঙ্গে!

সে যাই হোক, ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনহোর চোখে মেসি এখনও বিশ্বসেরাই, ‘মেসি আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও কোনো কিছুই বদলে যায়নি। সে এখনও বিশ্বের সেরা খেলোয়াড়। তার প্রতি আমার সম্মান এতটুকুও পরিবর্তন হয়নি...। ’

‘সে যদি আসলেই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেয় তবে ক্রীড়া তাকে মিস করবে এবং সমর্থকরাও। ’-যোগ করেন দু’বারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো।

প্রসঙ্গত, বর্তমানে ভারতে ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট প্রিমিয়ার ফুটসাল মাতাচ্ছেন ৩৬ বছর বয়সী রোনালদিনহো। খেলছেন গোয়া টিমের হয়ে। সবশেষ (১৭ জুলাই) পল স্কোলসের বেঙ্গালুরুর বিপক্ষে ৭-২ ব্যবধানের উড়ন্ত জয়ে তিনি একাই করেন পাঁচ গোল।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমআরএম

** 
ভাগ্য সহায় ছিল না মেসির: ক্রেসপো
** দোষী প্রমাণিত হলেও মেসি অপরাধী নন
** মেনোত্তিও বলছেন মেসি ফিরবেন
** নিলামে উঠছে মেসির পেনাল্টি মিসের ‘অভিশপ্ত’ বল
** মেসির সঙ্গে আর্জেন্টাইন প্রেসিডেন্টের আলাপ
** মেসির চোখের জলে ব্যথিত রোনালদো
** ব্রাজিলের বিপক্ষে ফিরছেন মেসি
** ‘মেসি আর্জেন্টিনার জন্য ঈশ্বরের দান’
** মেসিকে ফেরাতে বুয়েন্স এইরেসে মানুষের ঢল

** মেসির বিদায়ে চটেছেন তেভেজ
** মেসির জন্য রোনালদোর আকুতি
** মেসিকে একা থাকতে দাও: ম্যারাডোনা
** মেসির সম্মানে বুয়েন্স আইরেসে মূর্তি উন্মোচন
** সিদ্ধান্ত বদলাবেন মেসি, বললেন সুয়ারেজ
** মেসিকে ফেরাতে রাস্তায় নামছে লাখো সমর্থক
** পেনাল্টি ‘নির্দয়’, মেসির প্রতি ব্রাজিল কোচের সমবেদনা
** মেসিকে ফেরাতে ম্যারাডোনা ও আর্জেন্টাইন প্রেসিডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।